মোঃ হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর):
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০ টায় পুষ্পঅর্ঘ দিয়ে শ্রদ্ধা অর্পন করেন।
এসময় হাবিপ্রবির বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আদর্শকে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সময় জার্নাল/এলআর