ইমরান হোসেন, পবিপ্রবি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস’ ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর, বুধবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত জয়বাংলা পাদদেশে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর দায়িত্বে থাকা কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী।
একই সাথে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর নৃশংস হত্যাকান্ডের পর আওয়ামীলীগ কে নেতৃত্বশূন্য করতে এই জাতীয় চার নেতাকে হত্যা করা হয় যা পৃথিবীর ইতিহাসে জেলখানার মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন হত্যাকান্ডের নজির নেই। তিনি জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর