মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১ম প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ এর অনুমতিক্রমে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( সংশোধন) আইন, ২০১৩ এর ১১ক (১) ধারা অনুসারে উক্ত পদে তাকে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, ড. মোহাম্মদ হুমায়ুন কবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য। তিনি আগামী চার বছর এ পদে বহাল থাকবেন।
সময় জার্নাল/এলআর