সময় জার্নাল প্রতিবেদক : কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-এশিয়া ২০২২’ এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এবারেও প্রথম স্থান ধরে রেখেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) গণমাধ্যমের সাথে এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক ও বিভাগীয় প্রধানসহ কর্মকর্তারা।
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম জানান, প্রকাশিত র্যাঙ্কিংস অনুযায়ী এশিয়ার সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২১৫ তম স্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনির্সিটি।
এছাড়াও সর্বশেষ কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিংস ২০২২ এ বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করেছে প্রতিষ্ঠানটি। যা আনুষ্ঠানিকভাবে ২৩ সেপ্টেম্বর ২০২১ এ বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে। দেশেব বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে একমাত্র নর্থ সাউথ ইউনির্সিটিই এ মাইলফলক অর্জন করেছে। এটি আমাদের তথা দেশের জন্য একটি অনন্য অর্জন বলে জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, এনএসইউ প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সুনামের সাথে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে আসছে। শিক্ষার বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এনএসইউ’র বিভিন্ন কার্যক্রম দেশে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এত সফলতার পরেও সম্প্রতি কিছু মহল ভুল তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।
সময় জার্নাল/এসএ/ইএইচ