তিতুমীর কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ১ম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ১৩টি কেন্দ্রে পরীক্ষা হয়। সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সকাল ৭:৩০ মিনিট থেকে "Admission Help Service" বসায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সরকারি তিতুমীর কলেজ শাখা। এসময় তারা শিক্ষার্থীদের মাঝে পানি, কলম, মাস্ক বিতরণ করেন। এছাড়াও যাঁতায়েতে অসুবিধায় পড়া শিক্ষার্থীদের মোটরসাইকেল দিয়ে পৌঁছে দেয়।
এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি সোহেল মৃধা, সহ ক্রীড়া সম্পাদক আহসান হাবীব, নায়েক নূরসহ অন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি সোহেল মৃধা বলেন, তিতুমীর কলেজে ছাত্র অধিকার পরিষদ সাধারণ শিক্ষার্থীদের পাশে আগামী দিনেও সকল শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা থাকবে।