" বুঝবে সেদিন আমায়"
লেখা : আবদুর রহমান
আমি এক একাকী উন্মাদ।
আমি ভয় পাই মুখোশ ওয়ালা মানুষের সাথে মিশতে।
আমি মুক্ত হতে চাই,
হারিয়ে যেতে চাই দূরদূরান্তে।
আমি সমাজ মুখে থাকি চেয়ে
জলে ভরা আঁখি নিয়ে।
নিষ্পাপ মরে নেতা নামক ঘাতকদের কামনায়
আর সমাজ আছে দর্শক হয়ে।
আমি এক উন্মাদ ভবঘুরে
আমি রাস্তার ধারে বসে দেখি
রাতে ধনীর দুলাল যায় পতিতালয়ে
আর দিনে মিছিলে স্লোগান দেয়
ধর্মের দোহাই ধর্ষকের ফাঁসি চাই।
আমি দেখি সমাজে সম্পত্তি গড়ার প্রতিযোগিতা।
আর ওদিকে দেখি অজস্র মানব না খেয়ে দেয় মৃত্যুর সাথে পাঞ্জা।
আমি এক উন্মাদ ব্যক্তি
আমি দেখিনি সমাজের মুক্তি।
চোখ জ্বলে পুড়ে ছাই, হাজার রাত ঘুম না আসায়,
ওদিকে ওরা রাতে চিবিয়ে সমাজ খায়।
আমি এক পথযাত্রী,
সমাজের দুষ্কৃতী দেখে দেখে কাটিয়ে দিয়েছি হাজারো রাত্রি।
আমি এই সমাজ থেকে চাই মুক্ত হতে,
আমি হারিয়ে যেতে চাই দূরদূরান্তে।
...........
" বিধ্বস্ত সমাজ "
লেখা: আবদুর রহমান
মেঘমালা'কে বলছি-
আমাদের আর দেখা না হোক,
মেঘবরন চোখে জল আর না ঝরুক।
কি আর হবে,
অতীতের কাছে এসে!
কি হবে আর আক্ষেপ করে!
মেঘমালা'কে বলছি-
এইবার বাঁচা হোক সমাজের জন্য,
এইবার বাঁচা হোক,
জীবন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য।
মেঘমালা'কে বলছি-
তোমাকেই মুছতে হবে সমাজের অনিয়ম,
তোমাকেই মুছতে হবে সব কালিমা।
তোমার হাত ধরেই সমাজ হোক পরিবর্তন,
তোমাকে পারতেই হবে।
অন্ধকার অতিক্রম করে তুমি হয়ে উঠো ভোরের কিরণ।
..........
" মেঘমালা'কে বলছি"
লেখা : আবদুর রহমান
তোমার প্রিয় রঙের পাঞ্জাবীতে লেগে আছে অতিক্রান্ত পথের ধুলো।
বিরহের অনলে আমার বেহিসেবি বেখেয়ালি ভালোবাসা গুলো।
বলতে পারো আমি পথ ভোলা এক পথিক
মরিচিকায় আজ দিকভ্রান্ত।
তৃষ্ণা মেটেনি তোমার আকন্ঠ প্রেমে
বহুক্রোশ হেঁটে আসা মন আজ শ্রান্ত।
কতটা পথ পেরিয়ে আমি আজ পথিক যাযাবর,
কে-ই বা নিলো এই আত্মার খবর!
পাইনি শীতল কোনো মহীরুহের ছায়া,
উত্তপ্ত তেজে জ্বলছে সোনার কায়া।
ঠিকানা কি ছিলো জানা নেই,
তবে করে যাচ্ছি খোঁজ,
শতাব্দী ধরে আমার এ পথচলা, দুহাতে আহ্বানের প্রতিক্ষায় রবো রোজ।
.............
"প্রণয়পীড়িত"
লেখা: আবদুর রহমান
তোমার দেহের সুঘ্রাণ হব আমি
হব উত্তেজিত তোমার সব সফলকামে।
তোমার কবিতার ছন্দ যাবে হারিয়ে
জল পড়বে সেদিন চোখের জল পড়বে আমার নামে।
তোমার শীত রাতের উষ্ণ হাওয়া হব
হব তোমার সকালের শিরোনাম।
তোমার কবিতার অন্তমিল যাবে ঘুলিয়ে
বুঝবে সেদিন বুঝবে আমার দাম।
তোমার কানের দুল হব আমি
হব খোঁপার বেলী ফুল।
তোমার কবিতার ভাব হারিয়ে যাবে
খুঁজবে সেদিন খুঁজবে কূল।
তোমার রাত্রির আঁধার হব
হব পাহারাদার, পাহারা দিব তোমায়।
তোমার কবিতার ভাষা হারিয়ে যাবে
বুঝবে সেদিন বুঝবে আমায়।