তিতুমীর কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তিচ্ছুদের তথ্য সহায়তা দিয়েছে তিতুমীর কলেজের রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
শুক্রবার (৫ নভেম্বর) ঢাকায় অবস্থিত সরকারি এই সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে বানিজ্য বিভাগের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে আগত শিক্ষার্থীদের জন্য হেল্পডেস্কের ব্যবস্থা করে তথ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে সংগঠনটি। শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বই ইত্যাদি নিয়ে পরিক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ। তাই এসব জিনিসপত্র সংরক্ষণ করেছে তারা।
রাজবাড়ি জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সজিব ওসমান বলেন, যেকোন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে আমরা আছি। ভর্তি সংক্রান্ত তথ্যসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিষয় যেকোন প্রয়োজনে তাদের সহযোগিতা করা হবে।
সাধারন সম্পাদক আয়নাল হোসাইন বলেন, নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে ক্যাম্পাস। তাদেরকে বরণ করে নিতেই আমাদের নানা আয়োজন।
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান বিভাগের পরবর্তী পরিক্ষা শনিবাদ (৬ নভেম্বর) অনুষ্ঠতিত হবে। এদিনও সংগঠনটির কার্যক্রম পরিচালনা হবে বলে জানানো হয়।
এমআই