সময় জার্নাল প্রতিবেদক : উন্নতির ধারাবহিকতায় নিজেদের জন্য নতুন টার্গেট নির্ধারণ করেছে দেশসেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। টার্গেট অনুযায়ী, আগামী ২ বছরের মধ্যে বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আসতে চায় বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। বৃহস্পতিবার নর্থ সাউথের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরাবরের মত প্রথম স্থান ধরে রাখা উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সেখানে জানানো হয়, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এছাড়া এশিয়ার সকল বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ২১৫তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।
এ তথ্য জানিয়ে ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি উন্নতি করলেও আমরা হ্যাপি না। বিশ্বের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় আমরা জায়গা করে নিতে চাই। তিনি জানান, বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা রেখে যাচ্ছে নর্থ সাউথ। বিদেশের ভাল মানের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ দেয় এনএসইউ কর্তৃপক্ষ।
এনএসইউ ভিসি জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটি গবেষণাকে প্রধান্য দেয়। মানসম্মত গবেষণাকে উৎসাহিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেকারণে, দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এনএসইউ’র গবেষকদের সর্বাধিক সংখ্যক গবেষণাপত্র বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে।