এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ১১ ই নভেম্বরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সতন্ত্র প্রার্থী ও আঃলীগ নেতা কবির হোসেন ঠান্ডু তার উপরে হামলা চালিয়ে রক্তাক্ত জখম ও হাত ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন ।
শনিবার ( ৬ ই নভেম্বর ) দুপুর আড়াইটার দিকে সশরীরে আহত অবস্থায় সতন্ত্র প্রার্থী ও আঃলীগ নেতা কবির হোসেন ঠান্ডু ফরিদপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানায়, যে আজ (শনিবার) সকালে নির্বাচনী প্রচার- প্রচারনা চালানোর সময় কাইচাইল ইউনিয়নের মাঝিকান্দা এলাকায় পৌঁছালে নৌকার প্রতীকের সমর্থকের একটি সন্ত্রাসী গ্রুপ রেজাউল মাতুব্বরের নেতৃত্বে জিন্নাহ সরদার , লিয়াকত সরদার , মুন্নু মিয়া , লিটু মাতুব্বর , সোহেল মাতুব্বর গং রা অতর্কিত ভাবে দেশীয় অস্র , রামদা ও লাঠি নিয়ে হামলা চালায় । উক্ত হামলায় তিনি সহ একাধিক ব্যক্তিরা আহত ও জখম হয় ।
হামলার বিষয়ে তিনি আরো জানান, প্রশাসনকে ঘটনাটি অবগত করেছেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা করার প্রস্তুতি চলছে । কবির হোসেন ঠান্ডু মিয়া প্রশাসন ও সাংবাদিকদের নিকট তার নিরাপত্তা এবং সুষ্ঠ- নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানান।
সময় জার্নাল/এলআর