নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “পড়ুন জাপান প্রজেক্ট” শীর্ষক জাপানি বই দান অনুষ্ঠান। রোববার (৭ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকল্পটি পরিচালনা করেছিল নিপ্পন ফাউন্ডেশন এবং জাপান সায়েন্স সোসাইটি (জেএসএস)।
রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি ও ব্যবসা, সমাজ থেকে সংস্কৃতি, সাহিত্য, ও ইতিহাস থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে বই দেয়া হয়। প্রকল্পের লক্ষ্য বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে ইংরেজি বইয়ের বিভিন্ন নির্বাচন প্রদান করা। তদুপরি, এই পরিকল্পনা জাপান সম্পর্কে একটি ভাল বোঝার উন্নতিতে সাহায্য করে এবং অঞ্চল এবং তার বাইরে থেকে পণ্ডিতদের মধ্যে মিথস্ক্রিয়া এবং শিক্ষা বিনিময় জোরদার করে।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শিরীন আক্তার, প্রো-উপাচার্য প্রফেসর ড বেনু কুমার দে ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন। তারা উদার দানের জন্য প্রশংসা করেছে এবং বই বিতরণ করেছেন।
রাষ্ট্রদূত আইটিও নাওকি বই দান প্রকল্পের সূচনা করেন, জাপান-বাংলাদেশ সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করেন, এবং প্রস্তুতির জন্য দূতাবাস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী ২০২২ সালে।
এমআই