মুরাদ ইমাম কবির। হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে ৪৫ গ্রাম হিরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে হিলির চন্ডিপুর এলাকায় গাউসুল করিমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে তাকে দিনাজপুর আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামীম।
আমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের চড়খট্রামারি গ্রামের আবু হানিফের ছেলে। তিনি দিনাজপুর জেলার মধ্যপাড়া পাথর খনি পুলিশ তদন্ত ফাঁড়িতে সৈনিক হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০১৯ সালে হাকিমপুর থানায় সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, হিলির চন্ডিপুর গ্রামে একটি বাড়িতে মাদক মজুত আছে, এমন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ওই গ্রামের গাউসুল করিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/আরইউ