সময় জার্নাল প্রতিবেদক: দাখিল পরীক্ষার্থীদের দিক নির্দেশনামুলক নসীহত ও আলিমে নবাগতদের বরণের মাধ্যমে অনেকদিন পর আবারো মুখরিত হয়েছে আল হুমাইরা রা. মহিলা মাদ্রাসা প্রঙ্গণ। কোভিডের কারণে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিতে পেরে দারুন উচ্ছসিত।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়ন্ত বাড়ৈ।
গোলাম আলী নাজির পাড়া জামে মসজিদের খতীব ও মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জসীম উদ্দীনের সঞ্চালনায় মূল্যবান বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফররুখ আহমেদ, আল হুমাইরা জামে মসজিদের খতীব ও অত্র মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা রুকন উদ্দীন ও অভিভাবক মন্ডলীর পক্ষ থেকে জনাবা গুলশান আরা বেগম।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের জন্য যথারীতি মাদ্রাসার পক্ষ থেকে পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জামের সাথে সাথে ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ বিশেষ উপহার প্রদান করা হয়। একইসাথে পূর্বের ধারাবাহিকতায় ২০২২ সালের পরীক্ষার্থীদের পক্ষ থেকে ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য দেয়া হয়েছে বিশেষ উপহার সামগ্রী।
দ্বীনি ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে পরিচালিত নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ সরকার অনুমোদিত এমপিও ভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠান বরাবরের মতো আসন্ন পরীক্ষায়ও আশাতীত ভালো রেজাল্ট করবে এমন দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এমআই