মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

৭ কলেজের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ

বৃহস্পতিবার, নভেম্বর ১১, ২০২১
৭ কলেজের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রথমে বাণিজ্য ইউনিটের এরপর বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হয়। 

আগামী ৫-২০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ওয়েবসাইটে তাদের বিস্তারিত ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম দিতে পারবে।

 বাণিজ্য ইউনিটের ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন।

তিনি বলেন, সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার প্রায় ৭৩ শতাংশ। এবারের ভর্তি পরীক্ষায়  বাণিজ্য ইউনিটের আবেদন করেছিল ২৪ হাজার ৭৮ জন প্রার্থী। পরীক্ষায় অংশ নেয় ১৭ হাজার ৬১৩ জন। পরীক্ষায় পাস করেছে ১২ হাজার ৬৬২ জন।

বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে সাত কলেজের মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে ৬০০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ৫৫টি, সরকারি তিতুমীর কলেজে ১ হাজার ৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১৩০টি, সরকারি বাঙলা কলেজে ৯৬০টি আসন।

বিজ্ঞান ইউনিটে আবেদন করেছিল ৪১ হাজার ৯৪ জন, বিজ্ঞান ইউনিটে সাত কলেজে মোট আসন সংখ্যা সাড়ে ৬ হাজার। এরমধ্যে ঢাকা কলেজে ১ হাজার ৯০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ২২৫টি, সরকারি তিতুমীর কলেজে ১ হাজার ৫১০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৭৪০টি, কবি নজরুল সরকারি কলেজে ৬৩০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৯০টি এবং সরকারি বাঙলা কলেজে ৭১৫টি আসন রয়েছে।

পরীক্ষার ফল নিয়ে কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে রিভিউয়ের (পুনঃনিরীক্ষা) সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

বাণিজ্য ইউনিটের ৫ নভেম্বর ও বিজ্ঞান ইউনিটের ৬ নভেম্বর সকাল দশটায় ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল