শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেন ও ট্রলির সংঘর্ষে হামিদুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন একজন।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত অপরজনকে আশংকাজনক অবস্থায় রমেকে ভর্তি করা হয়েছে।
এর আগে, বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের উপজেলার দিঘীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক হামিদুল ইসলাম উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের মকু শেখের ছেলে। আহত হয়েছেন একই এলাকার মজিবর রহমানের ছেলে আশিকুর রহমান (২২)।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, ট্রলি চালিয়ে দিঘীরহাট এলাকার রেল ক্রোসিং অতিক্রমের চেষ্টা করে হামিদুল ও আশিকুর। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি দুমড়ে মুচড়ে গিয়ে দুইজন গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হামিদুলের মৃত্যু হয়। অপরজনকে আশংকাজনক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সময় জার্নাল/এমআই