তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করেছে তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতি।
আজ শনিবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা শেষ হলো। আজ অনুষ্ঠিত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা। এর আগে দুই দিনে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা। তিন দিনই তিতুমীর কলেজে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করেছে তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতি।
তিতুমীর কলেজে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের এই সংগঠনের পক্ষ থেকে তিন দিনই কলেজের মূল ফটকের সামনে 'সহযোগিতা বুথ' বসানো হয়। যেখানে শিক্ষার্থীদের সঙ্গে আনা ব্যাগ, মোবাইলফোন, বই ইত্যাদি নিরাপদে রাখার পাশাপাশি আসন বিন্যাস খুঁজে পেতে সহযোগিতা করা হয়। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
এ বিষয়ে তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী বলেন, 'ভর্তিচ্ছুদের সহযোগিতায় প্রথম দিন থেকেই কাজ করে যাচ্ছি আমরা। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতার জন্য আমরা সব সময় সচেষ্ট।'
নুর আলম বলেন, 'তিন অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তিন দিনে। যার প্রথম দুই দিন ছিল পরিবহন ধর্মঘট। আবার আজ তৃতীয় দিনে ছিল বৃষ্টির উপদ্রব। আমরা এসব প্রতিকূল পরিবেশে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করেছি। তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।'
এমআই