মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন রবিবার (১৪ নভেম্বর) বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান (তত্বীয়) বিষয়ের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৫৯৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির গড় হার ছিল শূন্য দশমিক ৭৭ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনে পদার্থবিজ্ঞান (তত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় মোট ৭৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ৩১৫ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ৫৯৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া প্রথম দিনের পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো জানান, অনুপস্থিত ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে রংপুর জেলায় ১২৭ জন, গাইবান্ধায় ১২৯, নীলফামারীতে ২৫, কুড়িগ্রামে ৬০, লালমনিরহাটে ২২, দিনাজপুরে ১২১, ঠাকুরগাঁয়ে ৮৪ ও পঞ্চগড় জেলায় ২৯ জন।
এদিকে পরীক্ষা চলাকালে সকাল সকাল ১০টায় দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ আলমকে সাথে নিয়ে দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্র, দিনাজপুর জিলা স্কুল ও দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬৭৪টি স্কুল হতে ২৭৫টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৯৫ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৯৯ হাজার ৯৮৩ জন ও ছাত্রী ৯৫ হাজার ৭৫৭ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৬৫ হাজার ৯৮১, অনিয়মিত ২৯ হাজার ২৪৬ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৫১৩ জন। দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি শিক্ষাবোর্ডের অধীনে ১৩তম এসএসসি পরীক্ষা।
এমআই