ক্যাম্পাস প্রতিনিধি : কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের ফল সেমিস্টারে ভর্তি মেলা শুরু হয়েছে। ভর্তিমেলাটি চলবে ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সোমবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।
এসময় তিনি বলেন, এ ভর্তি মেলার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সর্বোচ্চ সুযোগ প্রদান করা হচ্ছে। পড়ালেখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে ‘রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার গুণগত মান এখন সমগ্র বাংলাদেশের, সমগ্র বিশ্বের মাঝে সমাদৃত। ব্লান্ডেড লার্নিং জগতে প্রবেশকারী বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচ এসসি ফলাফলে উপর ভিত্তি করে রয়েছে শতভাগ স্কলারশিপ। এছাড়াও নারী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি মেলা কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. শহীদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম।
আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য মো. মনিরুজ্জামান ও মো. জুলফিকার আলী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
সময় জার্নাল/আরইউ