বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের জন্য জাপান ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে জাপানিজ ফিল্ম ফেস্টিভাল অনলাইন ২০২২। জাপানের স্বনামধন্য সমসাময়িক চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রসহ নানা স্বাদের চমৎকার কিছু চলচ্চিত্র রয়েছে এ চলচ্চিত্র উৎসবে।
সোমবার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এই ফেস্টিভাল চলবে আগামী ২১ নভেম্বর সোমবার পর্যন্ত।
বিভিন্ন বিষয়ের ডকুমেন্টারি, ফিকশন, এনিমেশন থেকে শুরু করে ক্লাসিক উপন্যাস নির্ভর নানা ঘরানার ফিল্মের মধ্য দিয়ে জাপানী সংস্কৃতি উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
এবছরের এ ফিল্ম ফেস্টিভ্যাল উপভোগ করার জন্য প্রথম যে কাজটা করতে হবেঃ
১। একাউন্ট তৈরি করুন
২। পছন্দের চলচ্চিত্রে ক্লিক করুন (সবগুলো চলচ্চিত্র সবার জন্য উন্মুক্ত)
**প্লে বাটনে ক্লিক করার পর থেকে ৪৮ ঘন্টার জন্য লিঙ্কটি সচল থাকবে। ফিল্ম স্ক্রিনিং এর শেষ দিন জাপান সময় রাত ১১.৫৯ মিনিটে শেষ হবে।
সময় জার্নাল/ইএইচ