বিনোদন ডেস্ক: এ কোন প্রসেনজিৎ। নতুন লুকে চমকে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমন রূপে আগে কখনোই দেখা যায়নি। নিজের টাক মাথার একটা ছবি ফেসবুকে পোস্ট করে প্রসেনজিৎ লিখেছেন, ‘এটা আমাদের “আয় খুকু আয়” সিনেমার লুক। সিনেমাটি পরিচালনা করবেন শৌভিক কুন্ডু।’ সম্প্রতি ‘আয় খুকু আয়’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। সেদিন প্রকাশ করা হয়েছিল সিনেমাটির লোগো।
জিত্ ফিল্ম ওয়ার্কসের প্রযোজনায় নির্মিত হবে এই ছবি। নভেম্বরে শুটিং হওয়ার কথা রয়েছে। জিতের প্রযোজনায় ‘আয় খুকু আয়’ নিয়ে আগে থেকেই উৎসাহী ছিলেন প্রসেনজিত্। তিনি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘সিনেমায় আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। গল্পে আমাকে এমন এক চরিত্রে দর্শক দেখবেন, আগে যা আমি কখনো করিনি। বাবার চরিত্রে দর্শক দেখবেন।’
সিনেমাটি নিয়ে পরিচালক শৌভিক ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘ছবিটা একটি মফস্বলের বাবা ও মেয়ের গল্প। বাবার চরিত্রে রয়েছেন বুম্বাদা এবং তাঁর মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া। এই মুহূর্তে গল্প নিয়ে এটুকু বলতে পারি, এটি আবেগপ্রবণ একটা গল্প। বুম্বাদাকে ছাড়া ছবিটা একেবারেই হতো না।
প্রসেনজিৎ, দিতিপ্রিয়া ছাড়াও ‘আয় খুকু আয়’ ছবিতে অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, সত্যম ভট্টাচার্য, রাহুল দেব বোসসহ অনেকে। সিনেমায় বিশেষ একটি চরিত্রে বাংলাদেশের মিথিলার অভিনয়ের কথা শোনা যাচ্ছে।
সময় জার্নাল/এলআর