মুরাদ ইমাম কবির, হিলি : ‘মাস্ক পরার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে হিলি স্থলবন্দরে সাধারণ মানুষের মাঝে করোনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ফ্রি মাস্ক বিতরণ করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ রোববার সকাল ১০টা থেকে হিলি স্থলবন্দরসহ এর আশপাশের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় এই জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালা করা হয়।
হাকিমপুর থানা পুলিশের অফিসার ইন-চার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি টিম পৃথক-পৃথকভাবে ভাগ হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং জনবহুল এলাকায় একযোগে জনসচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় সেখানে উপস্থিত সকলকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং যেসকল মানুষ মাস্ক ব্যবহার করছেন না তাদের ফ্রীতে মাস্ক বিতরণ করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইন-চার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ‘কেভিড-১৯ দ্বিতীয় ধাপে মোকাবেলায় মাননীয় প্রধানমান্ত্রী ও আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে এ জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সাধারণ মানুষের মাঝে আমরা ২ হাজার ৫শ’ পিস মাস্ক ফ্রী বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।’
সময় জার্নাল/আরইউ