রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
রাজীবপুর উপজেলার বটতলা বাজার এলাকা থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর র্যাপিট একশান ব্যাটালিয়ন র্যাব-১৪ এর একটি দল।
র্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে মঙ্গলবার(১৬ নভেম্বর) উপজেলার বটতলা বাজার এলাকা থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ বালিয়ামারী গ্রামের সাদ্দাম হোসেন(২৮) নামের একজনকে আটক করা হয়।এসময় তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।সাদ্দামের পিতার নাম ফজলুল হক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর র্যাব-১৪, সিপিসি ১ এর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
রাজীবপুরে থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম বলেন,মাদকদ্রব্য সহ আটক সাদ্দামের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
সময় জার্নাল/ইএইচ