এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
কে হচ্ছে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক ? প্রায় তিন বছর ধরে ফরিদপুরের জেলা বিএনপির কমিটি নেই। ৫ই সেপ্টেম্বর ২০১৯ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরীত প্রজ্ঞাপনে ফরিদপুর জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেওয়া হয়। এর সাথে কেন্দ্রীয় তিন শীর্ষ নেতা নতুন কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্তরা হলেন শ্যামা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামন সেলিম। অভ্যন্তরীন কারণে তারা তিন বছরে পূর্ণাঙ্গ বা আহবায়ক কমিটি করতে একমত হতে পারেন নাই। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অপর কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে নতুন কমিটি গঠন করার দায়িত্ব দিয়েছে বলে জানান ফরিদপুরের একাধিক নেতা। এর মধ্যে ফরিদপুরে নেতা কর্মীদের স্বাক্ষাতকার নিয়েছে বলে জানান তারা। তবে কে হবে ফরিদপুরের বিএনপির জেলা আহবায়ক এদের মধ্যে দুই জনের নাম গেছে। তারা হচ্ছেন ফরিদপুর জেলা বিএনপির প্রায় বিশ বছর সাধারণ সম্পাদক দায়িত্ব পালনকারী সৈয়দ মোদ্দারেস আলী ঈসা ও বিএনপির কেন্দ্রীয় যুবদলের নেতা সমাজসেবক মাহাবুবুল হাসান পিংকু র । তবে তৃণমূলে নেতা কর্মীদের মাঝে মাহাবুবুল হাসান পিংকুর জনপ্রিয়তা রয়েছে বেশী ।
অপরদিকে সদস্য সচিব বা সাধারণ সম্পাদক এ প্রতিযোগিতা করছে ফরিদপুরের রাজ পথের লড়াকু, সাবেক ছাত্র নেতা । এদের মধ্যে একজন হচ্ছে রাজেন্দ্র কলেজের সাবেক জিএস , সাবেক যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক এ.জি.এস জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
ফরিদপুরের তৃণমূল বিএনপির নেতা কর্মীদের দাবি গত তিন বছর ধরে কমিটি নেই। তার মধ্যে যে সকল নেতারা রাজপথে ছিলেন এবং এই তিন বছর তৃনমূল নেতা কর্মীদের মনে সাহস যুগিয়ে রেখেছেন তাদের কে নিয়ে কমিটি কারার আহবান জানান। অপরদিকে করোনা কালীন সময়ে অসহায়ত দরিদ্রদের মাঝে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করেছেন মাহাবুবুল হাসান পিংকু।
সময় জার্নাল/ইএইচ