ইসাহাক আলী, নাটোর: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, চোরাগুপ্তার মাধ্যমে ক্ষমতায় আসার জন্য বিএনপি দিবাস্বপ্ন দেখছে। গণতন্ত্র হত্যাকারী দল বিএনপি এখন গনতন্ত্রের ফেরিওয়ালা হয়েছে। তারা ক্ষমতায় এলে আবার এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, রক্তের বন্যাবয়ে দিবে। তাই এদেশকে
শান্তিপুর্ন রাখতে সকল নেতা কর্মকর্মীদের সজাগ থাকতে হবে।
দুপুরে নাটোরের সিংড়া কোর্টমাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সিংড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সম্মেলনে আওয়ামীলীগের ডেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
পরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হন এড. শেখ ওহিদুর রহমান আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিংড়া পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস। বিকেলে নির্বাচিত সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এর আগে ২০১৩সালে সিংড়া উপজেলা আওয়ামীলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ আটবছর পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সিংড়া উপজেলা আওয়ামীলীগের। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী মমতাজ বেগম এমপি।
এমআই