সময় জার্নাল প্রতিবেদক : ডিজেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্য ও ফ্রান্সে তার সদ্য সমাপ্ত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম বাড়ানোর পর আলাপ-আলোচনার মাধ্যমে বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে।’
তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কত টাকা ভর্তুকি দেব? বাজেটের সব টাকা ভর্তুকি দিয়ে দেব? তাহলে কিন্তু আর উন্নয়ন হবে না।’
শেখ হাসিনা বলেন, বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। তেল কিনে আনতে হয়। জ্বালানি তেল ও বিদ্যুৎ খাতে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকি। প্রতিবেশী দেশেও তেলে দাম বেড়ে গেছে। গ্যাপ বেশি থাকলে পূরণ করবো কোথা থেকে?
এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কতজন ট্যাক্স দেয়? ট্যাক্স ফাঁকিতে সবার নজর। সরকারের টাকা আসবে কোথা থেকে? তাহলে কি দেউলিয়া হয়ে যেতে হবে?’
নিত্যপণ্যসহ সবকিছুর মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনেক উন্নত দেশে খাদ্যের জন্য হাহাকার দেখা যাচ্ছে। সুপারশপে গিয়ে মানুষ খাদ্য পাচ্ছে না। আমি লন্ডনে নিজে দেখেছি।’
সময় জার্নাল/এসএ