সময় জার্নাল প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই গড়ে তোলা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের সহযোগিতা প্রয়োজন এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নিউরোলজি বিভাগের উদ্যোগে ‘থ্রমবোলাইসিস ইন একিউটি ইস্কেমিক স্ট্রোক বিষয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ একথা বলেন।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক আইপিজিএমএন্ডআর অর্থাৎ বর্তমানের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্বপ্ন ছিলো এই প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তোলা হোক যাতে দেশের রোগীদের চিকিৎসাসেবার জন্য দেশের বাইরে যেতে না হয়। নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে আশা করি, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন অনেকখানিই পূরণ হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন।
কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী প্রমুখসহ নিউরোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ