বিনোদন ডেস্কঃ
মামলা-মোকদ্দমার মাধ্যমে দাম্পত্য জীবনের চূড়ান্ত ইতি টেনেছেন টালিউডের অভিনেত্রী নুসরাত জাহান ও ব্যবসায়ী নিখিল জৈন। বুধবার (১৭ নভেম্বর) পশ্চিমবঙ্গের আলিপুর আদালত তাদের বিবাহবিচ্ছেদ মামলা খারিজ করে দিয়েছেন। এর মাধ্যমে নুসরাত-নিখিলের বৈবাহিক সম্পর্ক শেষ হয়েছে। যদিও প্রায় এক বছর ধরে আলাদাই ছিলেন তারা।
এদিকে বিবাহ বিচ্ছেদের রায় পেয়ে আনন্দিত নিখিল। তার পক্ষেই আদালত রায় দিয়েছেন। এজন্য উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে নিখিল লিখেছেন, ‘অসৎ সঙ্গে থেকে কু-কর্ম করার স্বাধীনতা মুক্তি নয়, শয়তানের হাত থেকে মুক্তিই হলো আসল স্বাধীনতা। আমার এই জন্মদিনটাকে সেরা করে তোলার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেরা পাওনা!’
যদিও সরাসরি নুসরাতের নাম উল্লেখ করেননি, তবে নিখিল যে এই পোস্টে নুসরাতকেই ইঙ্গিত করেছেন, তা বুঝতে বাকি নেই কারোর। সাবেক স্ত্রীকেই তিনি ‘শয়তান’ আখ্যা দিয়েছেন। এ নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক হাসি-তামাসা চলছে।
উল্লেখ্য, ২০১৯ সালে ভালোবেসে ধর্ম মোতাবেক বিয়ে করেছিলেন নুসরাত ও নিখিল। তুরস্কে হয়েছিল তাদের নজরকাড়া বিয়ের আয়োজন। গত বছরের শেষ দিকেই আলাদা হয়ে যান তারা। তখন নুসরাত দাবি করেন, নিখিলের সঙ্গে তার আইন অনুযায়ী বিয়েই হয়নি। কেবল তারা সহবাস করেছেন।
এরপর নুসরাত লিভ-ইন শুরু করেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। এ নিয়ে বিতর্কের অন্ত নেই। নুসরাত সংসার করতে চান না, এটা জানার পর আদালতের দ্বারস্থ হন নিখিল। যেহেতু তাদের বিয়ে রেজিস্ট্রি হয়নি, তাই অ্যানালমেন্টের মাধ্যমে বিচ্ছেদ কার্যকর হয়েছে। এই প্রক্রিয়ায় নুসরাতকে আদালতের কাছে গিয়ে বলতে হয়েছে, তিনি সংসার করতে চান না। এর কারণও দর্শাতেও হয়েছে তাকে।
গত আগস্ট মাসে নুসরাত জাহান ছেলের মা হয়েছেন। তার নাম রেখেছেন ঈশান। ইতোমধ্যে অভিনেত্রী স্বীকার করে নিয়েছেন, তার সন্তানের বাবা যশ এবং তারা একসঙ্গেই বসবাস করছেন। যদিও যশের সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা, সেটা এখনো পরিষ্কার করেননি তিনি।
এমআই