ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবীতে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে-বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় লাঠিচার্জ, টিয়ারশেল এবং ইটপাটকেল নিক্ষেপে নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান, দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার, বাংলাভিশনের স্থানিয় প্রতিনিধি কামরুল ইসলাম সহ অন্তত ১৫জন আহত হয়েছে।
আহতদের মধ্যে সদর থানার ওসি এবং সাংবাদিক শহীদুল হক সরকারসহ অন্যদেরকে নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলর সহধর্মিনী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবিও আহত হয়েছে দাবি করেছে বিএনপি। এ ঘটনার পর আহতদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি এ সময় জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন।
সকালে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবীতে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মিরা। সমাবেশ শান্তিপূর্ন করতে নেতাকর্মিদের নির্দেশ দেয়া হলেও বিক্ষিপ্ত হয়ে উঠে তারা। এ সময় পুলিশ সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। পরে নেতাকর্মিরি পাল্টা ইট পাটকেল ছুড়তে থাকে।
পুলিশও টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ইটের আঘাতে সদর থানার ওসি মুনসুর রহমান, দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার, বাংলাভিশনের স্থানীয় প্রতিনিধি কামরুল ইসলাম সহ অন্তত ১৫জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিএনপির কার্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সময় জার্নাল/এলআর