শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করণে কর্মশালা

সোমবার, নভেম্বর ২২, ২০২১
চরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করণে কর্মশালা

রেজাউল করিম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাত করনের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এমফোরসি প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মন্জুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা মমতা হক, এমজেএসকেএস এর পরিচালক শ্যামল চন্দ্র সরকার, ম্যানেজার মো: ইয়াসির আরাফাত, ক্লাসটার অফিসার শ্রী পদ কুমার সরকার, ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার আনোয়ারুল ইসলাম প্রমুখ। 
কর্মশালায় চরাঞ্চলের শতাধিক কৃষক ও কৃষি পণ্য ব্যবসায়ীরা অংশ গ্রহন করে।

বাংলাদেশ সরকার ও এসডিসি’র অর্থায়নে ২০১২ সাল থেকে কুড়িগ্রাম জেলার চরাঞ্চলে বিভিন্ন ফসল উৎপাদন, গরু মোটাতাজাকরণ, ছাগল ও দেশি মুরগী পালনসহ বাজারজাত করনে কাজ করে আসছে এমফোরসি প্রকল্প।

সময় জার্নাল/এলাআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল