নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সেই সাথে নতুন পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবান করেছে সংগঠনটি।
সোমবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এই সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট জীবন বৃত্তান্ত প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
বিজপ্তিতে বলা হয়, নোবিপ্রবির পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করবেন নোবিপ্রবি ইউনিটের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপক্রীড়া সম্পাদক শরীফ বায়োজিদ ইবনে মাহমুদ কোতোয়াল, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকএস এম মাহবুবুর রহমান সালেহী ও সহ -সম্পাদক সৈয়দ ফয়সাল হাসান।
এতে আরো বলা হয়েছে যে, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ অক্টোবর নোবিপ্রবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি গঠিত হয়। সে অনুযায়ী এ কমিটির মেয়াদ শেষ হয় ২০১৮ সালের ১৮ অক্টোবর। এতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ। নোবিপ্রবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম রবিন এবং সাকিব মোশাররফ ধ্রুব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সময় জার্নাল/আরইউ