সময় জার্নাল প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো ‘ক’ শ্রেণির ভয়াবহ ডিওবি মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত মাদকের পরিমাণ ১০০ ব্লটার। পোল্যান্ড থেকে মাদকটি আনা হয়েছে। সেজন্য পাচারকারীরা ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেছে। দেশে এই মাদকের এটাই প্রথম চালান।
এই ব্যাপারে বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
সময় জার্নাল/এসএ