নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর আশ্বাসে সরে গেছেন ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামের একটি পোশাক কারাখানার শ্রমিক-কর্মচারীরা।
বুধবার সকাল ৯টা থেকে চান্দিনার বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস পাওয়ার পর দুপুর পৌণে ২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
ব্যস্ততম এ মহাসড়ক দীর্ঘ সময় অবরোধ করে রাখায় উভয় দিকে প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। বিপাকে পড়েন চলমান এসএসসি পরীক্ষার্থীরাসহ অন্য যাত্রীরা।
জানা যায়, প্রায় তিন মাস যাবৎ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছে না ওই পোশাক কারাখানা কর্তৃপক্ষ। দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে অন্তত তিন হাজার ক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা বুধবার সকাল ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশহর মিলগেইট এলাকায় অবরোধ করে। চেষ্টা করেও অবরোধ নিয়ন্ত্রণ করতে পারেনি প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে শ্রমিকদের তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার। অবরোধ শুরুর পর থেকে মালিকপক্ষের লোকজন মোবাইল ফোন বন্ধ করে রাখায় বিপাকে পড়ে প্রশাসন।
পরে পুলিশ ওই কারখানা থেকে এর জেনারেল ম্যানেজার (প্রশাসন) হাবিবুর রহমানকে ডেকে অবরোধস্থলে আনেন। পরে তিনি মালিকপক্ষের সাথে আলোচনা করে বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার প্রতিশ্রতি দিলে দুপুরে পৌণে ২টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিক-কর্মচারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।
শ্রমিক নূরজাহান জানান, প্রতি মাসের ১০ তারিখে আমাদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু আমরা পর্যাপ্ত কাজ করে পোশাক তৈরি অব্যাহত রাখলেও গত এক বছর যাবৎ আমাদের বেতন অনিয়মিত। গত তিন মাস যাবৎ আমাদের বেতনের একটি টাকাও পরিশোধ করছে না। এমন অবস্থায় আমরা পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে।
সময় জার্নাল/এলআর