মো: মাইদুল ইসলাম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে 'তিতুমীর নাট্যদল' মঞ্চস্থ করতে যাচ্ছে হুমায়ুন আহমেদ রচিত স্বাধীনতা ভিত্তিক নাটক '১৯৭১'।
তিতুমীর কলেজ নাট্যদলের সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্রের নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২ টায় সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে নাটকটি প্রদর্শতি হবে।
করোনাকালীন বলতে গেলে বন্ধ আছে মঞ্চ নাটক। তাই এ মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রেখে '১৯৭১' নাটকের মাধ্যমে সকলকে মঞ্চ নাটক উপভোগের আনন্দ দিতে যাচ্ছে তিতুমীর নাট্যদল।
হুমায়ুন আহমেদ রচিত '১৯৭১' নাটকে মূলত একজন ভিরু, সহজ-সরল মানুষকে তুলে ধরা হবে। যিনি দেশের স্বার্থে, দেশকে ও দেশের মানুষকে ভালোবেসে একজন অদম্য সাহসী মানুষ হয়ে উঠেছিলেন।
স্বাস্থ্য বিধি মেনে মঞ্চায়িত হবে পুরো নাটকটি। এছাড়াও সকলকে নাটকটি উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য এটি অনলাইনে সরাসরি সম্প্রচার হবে তিতুমীর নাট্যদলের ফেসবুক পেজ ও তিতুমীরিয়ান পেজে।
নাটকের নির্দেশনায় থাকা তিতুমীর নাট্যদলের সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্র বলেন, '১৯৭১ নাটকে আমরা মঞ্চায়িত করবো একজন সহজ সরল ভীতু প্রকৃতির মানুষ কিভাবে দেশের স্বার্থে সাহসী মানুষ হয়ে উঠে ছিলেন সে গল্প। নির্দেশক হিসেবে আমার এর চেয়ে বেশী কিছু বলার নেই। বাকিটা মঞ্চে দেখবে দর্শকেরা। নাটক দেখতে আসুন। সকলকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষের শুভেচ্ছা।
নাট্যদলের সভাপতি ওলিউল্লাহ তুহিন বলেন, ' একটি মঞ্চ নাটক পরিপূর্ণ ভাবে তুলতে কয়েকমাস সময় ব্যয় করতে হয়। করোনাকালীন যা আরো দুরূহ। এখানে কোন লাইট,ক্যামেরা, একশনের কাজ না। দর্শকের সামনে সুনিপুণ ভাবে গল্প ফুটিয়ে তুলতে হয় আমাদের। আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক '১৯৭১' মঞ্চায়ন করবো। নাটকে রয়েছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গল্প। বাকিটা মঞ্চে তুলে ধরবো।সকলকে আমন্ত্রণ নাটক দেখার জন্য।
সময় জার্নাল/এমআই