কত পথ পড়ে আছে
....................
মনে হয় হাজার মাইল পথ হেঁটে এসে,
বুড়ো বটগাছটার উঠোনের মাঝখানে দাঁড়ালাম,
পেছনের পথটা ছিলো,
অমসৃণ, কর্কশ, ঝাঁঝালো রোদ্দুরে ভরা।
শরীরটা হয়ে গেলো বরফ গলানো নদী,
ক্লান্তিতে কেবলই সে গলে যায়,
শ্রান্ত - ক্লান্ত মন ঠিকানা চেয়েছিলো,
ভেবেছে সে পথ বুঝি এখানেই শেষ,
বটের ছায়ায় হবে শান্তি কুটির।
মাঠ ফেরত চাষিরা ভর্ৎসনা করে,
এখানে থামবে কেন পথিক তুমি?
ভুল পথে এসে গেছো, এ তোমার পথ নয়।
তোমাকে ছুটতে হবে আরও পথ,
যতদূর চোখ যায়।
পথে পথে, জনপদে কতজন,
বসে আছে তোমার প্রতিক্ষায়।
তারা ঠিকানা ভুলে গেছে,
ভুলে গেছে আপন পরিচয়।
তাদের সে ভুল তুমি শুধরে দেবে,
তোমার আযানে ঘুম ভাঙিয়ে দেবে,
এখানে থামবে কেন পথিক তুমি?
পাশ দিয়ে বয়ে যাওয়া ক্ষুব্ধ বাতাস,
আমার কাছেই এসে গজরাতে থাকে,
আলস্যে ভরা প্রাণে ঘা দিয়ে যায়।
কতো পথ পড়ে আছে দিগন্ত জুড়ে,
কতজন কেঁদে মরে ক্ষুদ-পিপাসায়,
সুদের করাল গ্রাসে আকন্ঠ বাঁধা,
জীবন তাদের কাছে কি ভীষণ দায়,
তাদের কাছে কি তুমি পৌঁছাবে না?
এখানে থামবে কেন পথিক তুমি?
বুড়ো বটগাছটা সস্নেহে হাসে,
মানুষ হয়েই যদি পৃথিবীতে এলে,
এখানে খুঁজছো তুমি শান্তি কুটির?
পৃথিবীতো শুধু এক কর্কশ পথ,
শান্তি কুটির আছে অন্য কোথাও।
শেখ ফাহমিদা নাজনীন
২৫ নভেম্বর ২০২১।