শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

‘ইউজিসি অধ্যাপক’ হলেন তিন শিক্ষক

বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১
‘ইউজিসি অধ্যাপক’ হলেন তিন শিক্ষক

ক্যাম্পাস প্রতিবেদক। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তিনজন শিক্ষক ও গবেষককে দুই বছরের জন্য ‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে দায়িত্ব দিয়েছে।

আগামী জানুয়ারি থেকে এ দায়িত্বে যোগ দেবেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুলতান উদ্দিন ভূঁইয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, সম্প্রতি ইউজিসি প্রফেসরশিপ নিয়োগ কমিটির এক সভায় এ তিন অধ্যাপককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, শিক্ষা, গবেষণা, প্রকাশনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম-অভিজ্ঞতা বিবেচনা করে ইউজিসি অধ্যাপকের দায়িত্ব দেওয়া হয়। সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকরা সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান, ইউজিসি অধ্যাপকরাও তা পেয়ে থাকেন।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল