ক্যাম্পাস প্রতিবেদক। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তিনজন শিক্ষক ও গবেষককে দুই বছরের জন্য ‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে দায়িত্ব দিয়েছে।
আগামী জানুয়ারি থেকে এ দায়িত্বে যোগ দেবেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুলতান উদ্দিন ভূঁইয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, সম্প্রতি ইউজিসি প্রফেসরশিপ নিয়োগ কমিটির এক সভায় এ তিন অধ্যাপককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, শিক্ষা, গবেষণা, প্রকাশনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম-অভিজ্ঞতা বিবেচনা করে ইউজিসি অধ্যাপকের দায়িত্ব দেওয়া হয়। সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকরা সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান, ইউজিসি অধ্যাপকরাও তা পেয়ে থাকেন।
সময় জার্নাল/আরইউ