ইসাহাক আলী। নাটোর প্রতিনিধি : নাটোরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে মনিরুল ইসলাম নামের একজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার সকালে র্যাব সিপিসি-২ নাটোর কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানান ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার শাহিন আলম ও নাসিম নামের দুই অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে মনিরুলকে বাগাতিপাড়া উপজেলার নন্দিকুজা দয়ারামপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক মনিরুল উপজেলার নন্দিকুজা এলাকার কফির উদ্দিনের ছেলে।
তিনি আরও জানান, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় বাড়ি হওয়ায় মনিরুল বিভিন্ন সময় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার শিকার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শাহিন আলম এবং ঠাকুরগাঁও জেলার নাসিমের অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি অপারেশনাল দল গত রাত সাড়ে আটটার দিকে অভিযান পরিচালনা করে মনিরুলের বাড়ি থেকে ভুয়া নিয়োগপত্র, দুটি পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের ১৬টি চেকবই, ৭টি এটিএম কার্ড, ৩টি ভুয়া এনআইডি কার্ড , চাকুরী দানের ৩টি চুক্তিনামা ষ্ট্যাম্প, ১২টি জুডিশিয়াল ষ্ট্যাম্প, ৮টি অর্থ লেনদেনের রেজিষ্টার, ২টি ভুয়া নিয়োগপত্র, প্রতারণালব্দ নগদ-৫৮ হাজার ১শ ৪০ টাকা ও ৮০০ ভারতীয় রুপি জব্দ করে।
সময় জার্নাল/আরইউ