গোলাম আজম খান, কক্সবাজার প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে বিদেশ পাঠিয়ে দিতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে। বেগম খালেদা জিয়া সেখানে গিয়ে রাজনীতি করতে পারেন, যেটি করছে তারেক রহমান।
শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানূভবতা বেগম খালেদা জিয়া জন্য প্রদর্শন করেছেন; সেটি তারা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। এখন ভাবতে হবে প্রধানমন্ত্রী যে প্রশাসনিক আদেশে আইনী ক্ষমতায় খালেদা জিয়াকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেটি পুন:বিবেচনা করা হবে না কিনা, তাকে আবার কারাগারে ফেরত পাঠানো প্রয়োজন কিনা সেটি ভাবতে হবে।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পরিবহণ ভাড়া অর্ধেক নেয়াটা জরুরী। এটা পরিবহণ মালিকরা বিবেচনা করতে পারে।
এর আগে শুক্রবার দুপুর ১ টায় একদিনের সফরে কক্সবাজারে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রাতে মন্ত্রী রয়েল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্টে বাংলাদেশ টেন আউটস্টেন্ডিং ইয়ং পারসন এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
সময় জার্নাল/এলআর