জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বস্তিটিতে ৪০০টির বেশি ঘর ছিল। তার মধ্যে ২০০টির বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, শনিবার রাত ৩টা ৫৫ মিনিটে আমরা টঙ্গীর মাজার বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পাই। এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায় নি।
এর আগে শনিবার (২৭ নভেম্বর) ভোর ৪ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।
এমআই