ক্যাম্পাস প্রতিবেদক : উদ্যোক্তা কখনো ক্ষুদ্র হয় না বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম।
কুষ্টিয়ার জনপ্রিয় ভার্চুয়াল প্ল্যাটফর্ম কুষ্টিয়ার নারী উদ্যোক্তা কর্তৃক আয়োজিত কুনাউবাসীর মিলন মেলা ২০২১ এ বিশেষ অতিথি হিসেবে সমাগত নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। শুক্রবার কুষ্টিয়া এন এস রোডে অবস্থিত ফ্রেন্ডস রেস্টুরেন্টে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম তার বক্তব্যে নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অনলাইন ভিত্তিক কুষ্টিয়ার নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের ভূয়সী প্রশংসা করেন এবং অতি নিকট ভবিষ্যতেই কুনাউ বানাউতে রূপান্তরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নারী উদ্যোক্তা কর্তৃক প্রস্তুতকৃত কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং লাখোপতি নারী উদ্যোক্তাগণকে উত্তোরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা খায়রুল বাশার তৌহিদ।
সময় জার্নাল/এসএ