সময় জার্নাল প্রতিবেদক : শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পক্ষ থেকে উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে ও টিএসসির সামনে ডা. মিলন চত্বরে (নিঝুম স্মৃতিস্তভে) বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ), শহীদ ডা. শামসুল আলম খান মিলনের পরিবারবর্গসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে বিএসএমএমইউর উপাচার্য ছাড়াও বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সভাপতি এম ইকবাল আর্সলান, বিএসএমএমইউর সাবেক উপাচার্য কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডিন মোহাম্মদ আলী আসগর মোড়ল, সিন্ডিকেট মেম্বার কাজী শহীদুল আলম, রেজিস্ট্রার এবিএম আব্দুল হান্নান, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহকারী প্রক্টর মো. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম, সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, উপাচার্যের পিএস-২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এসএ