মোঃ তাজুল হোসেন তাজ, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শুরু হচ্ছে করোনা টিকা কার্যক্রম।
রবিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধকল্পে আস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। যে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ভ্যাকসিন গ্রহণ করেননি তারা সকলে সরাসরি রেজিস্ট্রেশন এর মাধ্যমে টিকা নিতে পারবে।
এছাড়া যারা রেজিস্ট্রেশন করেছেন অথচ এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করতে পারেননি কিংবা প্রথম ডোজ আস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন করেছেন কিন্তু দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে পারেননি তারাও এখানে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রার কার্যালয়ের প্রশাসন শাখার এক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এ ব্যাপারে শিক্ষার্থীদের মতামত জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের মিজানুর রহমান জানান, " এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খুলনা সদর হাসপাতাল অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভ্যাকসিন নেওয়া লাগতো। সেখানে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। তাছাড়া যাতায়াত সমস্যা তো থাকতোই।"
এমআই