তিতুমীর কলেজ প্রতিনিধি: “সুস্থ সুন্দর পরিবেশের জন্য, তিতুমীর কলেজ রাখি পরিচ্ছন্ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়।
সচেতনতামূলক এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোসাঃ তালাত সুলতানা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধণ কমিটি সরকারি তিতুমীর কলেজের ব্যানারে অনুষ্ঠিত এ র্যালিতে এছাড়াও উপস্থিত ছিলেন ২৩ তম শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আসাদুজ্জামান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধণ কমিটির আহবায়ক দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাছিমা আক্তার ও বিভাগীয় প্রধানগণ।
এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষকমণ্ডলী, কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও শিক্ষার্থীরা অংশ নেয়।
সচেতনতামূলক এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোসাঃ তালাত সুলতানা বলেন, ‘ক্যাম্পাসকে সুন্দর রাখা, পরিস্কার রাখা আমাদের সবাই দায়িত্ব। সুন্দর পোশাক পরা, ভালো খাবার খাওয়া যেমন জরুরি তেমনি সুন্দর পরিবেশ রাখাও জরুরি। ক্যাম্পাসকে সুন্দর রাখা প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থীর দায়িত্ব। তাই ক্যাম্পাসকে সুন্দর রাখতে আমাদের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র্যালি।’
উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ আরও অনেকে।
এমআই