শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চন্দ্রমহলের বন্যপ্রাণী করমজলে

শনিবার, নভেম্বর ২৭, ২০২১
চন্দ্রমহলের বন্যপ্রাণী করমজলে

এম.পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে উদ্ধার/জব্দকৃত বন্যপ্রাণীগুলো সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। 

পূর্ব সুন্দরবনের কমরজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, গত ১৫ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর এলাকার চন্দ্রমহল ইকোপার্ক থেকে খুলনার র‌্যাব-০৬, বাগেরহাট জেলা প্রশাসক ও বনবিভাগের যৌথ অভিযানে জব্দকরা বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মধ্য থেকে ১টি কুমির, ২টি চিত্রা হরিণ, ৫টি বানর, ২টি কচ্ছপ, ৭টি বক ও ২টি মাছমুড়াল পাখি শনিবার দুপুরে করমজলে অবমুক্ত করা হয়। 

এ সময় খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার র‌্যাব-০৬, বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয় ও বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এছাড়া চন্দ্রমহল ইকোপার্ক থেকে জব্দ হওয়া ১টি হনুমান যশোরের কেশবপুরে, ১টি ময়ুর, ৫টি অস্ট্রেলিয়ান ঘুঘু ও ২টি উট পাখি সাফারি পার্কে অবমুক্ত এবং  ১টি তিমির কংকাল, ৬টি হরিণের শিং, ৬টি হরিণের চামড়া, ১টি ভাল্লুকের চামড়া ও ১টি ক্যাঙ্গারুর চামড়া বনভিাগের বিভাগীয় দপ্তরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।
 
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্কে অভিযান চালিয়ে ১১ প্রজাতির ২৪টি বন্যপ্রাণী ও ১৫টি ট্রফি (কংকাল, চামড়া, শিং) উদ্ধার করে যৌথ বাহিনী।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল