ইসাহাক আলী , নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫টি ও লালপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে সকাল থেকে। সকালে নিরাপত্তার মধ্য দিয়ে ১৪১ টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার। তবে ব্যাপক কুয়াশায় কারণে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ আছলাম জানান, নির্বাচনের দিন প্রত্যেক ভোটকেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও তিনজন পুলিশ সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিজিবি, র্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স।
দুই উপজেলার ১৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় ১৫ জনসহ চেয়ারম্যান পদে মোট ৬৮জন, সাধারণ সদস্য পদে ৬০৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৯ জন প্রতিদ্বদ্বিতা করছেন।
সময় জার্নলা/এলআর