শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নাটোরে ইউপি নির্বাচনে হামলা, অস্ত্র উদ্ধার, এজেন্ট বহিষ্কার, আটক ১

শনিবার, নভেম্বর ২৭, ২০২১
নাটোরে ইউপি নির্বাচনে হামলা, অস্ত্র উদ্ধার, এজেন্ট বহিষ্কার, আটক ১

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

লালপুরের কদিমচিলান ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সেলিম রেজার উপর হামলার অভিযোগ উঠেছে। আজ বেলা বারোটার দিকে কদিমচিলান এর নাওদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে তার ওপর ইটপাটকেল ছুড়ে হামলা করে দুর্বৃত্তরা। এর জন্য তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনসারুল ইসলামের সমর্থকদের দায়ী করেছেন। তবে এ ব্যাপারে কথা বলতে আনসারুল ইসলাম কে ফোন দিলে তার ছোট ভাই ফোন রিসিভ করে জানান পরে কথা বলতে হবে, তিনি ভোট দিতে গেছেন। 

একই ইউনিয়নের ঘাঁটছিলাম কেন্দ্রের অদূরে পরিত্যক্ত অবস্থায় জঙ্গলের মধ্য থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

অপরদিকে নাটোরের বাগাতিপাড়ার ভোটারকে ঘুষ দেওয়ার অভিযোগে এক তরুণকে আটক এবং বুথে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। 

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের করমদোষি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলার অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

জামনগর ইউনিয়নের করমদোষি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল গণি সরকার জানান, সকাল ৯টার দিকে মো. শিমুল হোসেন (২২) নামের এক তরুণ ভোট কক্ষের সামনে একজন বৃদ্ধ ভোটারকে টাকা দেন। অন্য ভোটারদের অভিযোগ, তিনি ঘুষ হিসেবে এই টাকা দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই তরুণকে আটক করেছে। তবে আটক তরুণের দাবি, টাকা গ্রহীতা সম্পর্কে তাঁর নানা হন। তাঁকে যাতায়াত খরচ বাবদ ৫০ টাকা দিয়েছেন, এটা ঘুষ নয়।
একই কেন্দ্রে আবু হানিফ (২৫) নামের স্বতন্ত্র একজন চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্ট ভোটকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁকে ওই কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ আছলাম জানান, নির্বাচনের দিন প্রত্যেক ভোটকেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও তিনজন পুলিশ সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিজিবি, র‌্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স।

দুই উপজেলার ১৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় ১৫ জনসহ চেয়ারম্যান পদে মোট ৬৮জন, সাধারণ সদস্য পদে ৬০৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৯ জন প্রতিদ্বদ্বিতা করছেন। 

সময় জার্নলা/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল