ক্যাম্পাস প্রতিবেদক : শিক্ষায় অসামান্য অবদান রাখায় কুষ্টিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী সম্মাননা স্মারকে ভূষিত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিওটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম।
সোমবার (২৯ নভেম্বর) বিকেলে পাবলিক লাইব্রেরী ভবনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্মরণসভায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে পদক দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মকলু।
স্মরণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি শাহাবুব আলীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী একজন নির্লোভ, স্বাধীন চিন্তা চেতনা মনস্ক ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন। দেশ ও জাতির প্রতি নিবেদিত প্রাণ শাহাবুব আলীর আদর্শ ও দর্শনের উপর ভিত্তি করে ভবিষ্যৎ প্রজন্ম তাদের লক্ষ্য স্থির করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং তরুণ প্রজন্মকে তিনি শাহাবুব আলীর পথ অনুসরণের পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে চিত্র অঙ্কনের জন্য শিশু-কিশোরদের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
তিনি তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাবুব আলীর মত নির্লোভ, পরিবার বিমুখ, দেশপ্রেমিক ও সৎ রাজনীতিবিদগণ প্রায়ই গৃহ ও সমাজে নি:গৃহীত হন। কিন্তু মরহুম শাহাবুব আলীরা দেশ ও জাতির মাঝে বেঁচে থাকেন অনন্তকাল।
সময় জার্নাল/এসএ