মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

জুটি বাঁধছেন অপূর্ব-নাজিবা

সোমবার, নভেম্বর ২৯, ২০২১
জুটি বাঁধছেন অপূর্ব-নাজিবা

বিনোদন ডেস্ক। নতুন নাটকে জুটি বাঁধছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিবা বাশার।নতুন এই জুটিকে দেখা যাবে  শিহাব শাহীন পরিচালিত 'যোদ্ধা' নাটকে।

নাটকটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ ও করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের গল্প নিয়ে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের গল্প আমার খুবই পছন্দ হয়েছে। ২টি গল্পকে একসঙ্গে খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এমন চরিত্রে অভিনয় করার সুযোগ কমই আসে।

এ ব্যাপারে নাজিবা বাশার বলেন, এর আগেও অপূর্বর সঙ্গে অভিনয় করেছি। তবে এই প্রথম নায়িকা হিসেবে তার বিপরীতে অভিনয় করেছি। আমাদের জুটি হয়ে এটা প্রথম নাটক।

শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অপূর্ব। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এনটিভিতে দেখানো হবে নাটকটি।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল