নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের উদ্যোগে স্কিল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ ল্যাবের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আজহারুল ইসলাম, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, স্কিল ল্যাব বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য অত্যন্ত জরুরি। আজকের স্কিল ল্যাবটি সার্জনদের সার্জিক্যাল ট্রেনিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকারন্তে তা রোগীদের আরো উন্নত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে এবং রোগ নিরাময়ে মূল্যবান অবদান রাখবে।
এমআই