সময় জার্নাল প্রতিবেদক: রাতভর বৃষ্টির পর সোমবার সকালে শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জনভোগান্তি তীব্র আকার ধারণ করেছে। কমে গেছে যান চলাচল। দুর্ভোগে পড়েন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও কর্মস্থলগামী অসংখ্য মানুষ।
গণপরিবহনের জন্য অপেক্ষা করেও অতিরিক্ত ভিড়ের কারণে ঠাসাঠাসি করে অনেকে উঠতে পারেছেন না। বিভিন্ন রুটের লেগুনাগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
বৃষ্টির দিনে সড়কে এমনিতেই রিকশার সংখ্যার কম, তার ওপর ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ-তিনগুণ। রিকশা না পেয়ে শেষ পর্যন্ত ভদ্রমহিলা শিশু শিক্ষার্থীকে নিয়ে বাসে উঠার চেষ্টা করেন। প্রচণ্ড ভিড়ের কারণে বাসেও উঠতে পারছিলেন না অনেকে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আজ সোমবার মধ্যরাত নাগাদ ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর।
এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকাল থেকে অঝোরধারার বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে গেছে, যা মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ এলাকাজুড়ে আজ সোমবার বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দেশের বেশির ভাগ এলাকার আকাশ আগামীকাল মঙ্গলবার থেকে পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।
সময় জার্নাল/এলআর