বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে আজ। বিয়ের ভেন্যু রাজস্থানের সাওয়াই শহরের মাধবপুরের ‘সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা’। আগেই সেজেছে প্রাচীন ঐতিহ্যে ভরা বিলাসবহুল এ প্রাসাদ। ঝামেলা এড়াতে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাবলয়। সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলিউডের দুই তারকা।
ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের কয়েকদিন আগেই সেখানে পৌঁছে গেছেন দুই পরিবারের সদস্যরা। বুধবার (৮ ডিসেম্বর) একই ভেন্যুতে গায়ে হলুদের পর্ব সেরেছে ভিকি-ক্যাট।
আলোচিত এ বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন খুব অল্পসংখ্যক অতিথি। অতিথিদের অবশ্যই করোনার দুই ডোজ টিকা নিতে হবে। বিয়ের অনুষ্ঠানে প্রবেশের পর মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছেন এ জুটি।
এদিকে, ভিকি-ক্যাট গত ৩ ডিসেম্বর আইনি বিয়ে সেরেছেন বলে জোর গুঞ্জন রয়েছে। যদি সেই খবর সত্য হয়, তবে আজ এ জুটি শুধুই মালাবদল করবেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভিকি-ক্যাট তাদের বিয়ের স্বত্ব বিক্রি করেছেন, যা ১০০ কোটি রুপিতে কিনে নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম’।
সময় জার্নাল/এলআর