মো. মাইদুল ইসলাম: 'মেইক ইউর আইটি ক্যারিয়ার' স্লোগানকে সামনে নিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো তিতুমীর কলেজ আইটি সোসাইটি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সংগঠনটিকে অনুমোদন দিয়েছে কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা।
করোনাকালে সংগঠনটি প্রায় এক বছর আগে তিতুমীর কলেজ আইটি সোসাইটি নামে অনলাইনে যাত্রা শুরু করে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ করাই সংগঠনটির মূল লক্ষ্য। যাত্রা শুরুর পর সংগঠনটি এক বছরে তিতুমীর কলেজের ৬৫০ জনের বেশি শিক্ষার্থীকে অনলাইনে বিনামূল্যে বিভিন্ন আইটি কোর্স করিয়েছে।
আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু সর্ম্পকে তিতুমীর কলেজ আইটি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ হোসাইন রাজন বলেন, ২০২০ সাল থেকে করোনা মহামারী পরিস্থিতির মধ্যে আমাদের আইটি সোসাইটির যাত্রা৷ আজ দীর্ঘ এক বছর পর সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ও তিতুমীর কলেজ আইটি সোসাইটি'র প্রধান উপদেষ্টা প্রফেসর তালাত সুলতানা আমাদেরকে তিতুমীর কলেজে অফিসিয়ালভাবে কাজ করার অনুমতি দিয়েছে। এটা সত্যিই আমাদের জন্য অনেক বড় কিছু পাওয়া। আগামীতে নবীনদের নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা।
এমআই